Wednesday, December 11, 2013

দিন না কোন ঔষুধ ।

কেউ কি আমাকে কোন ঔষুধ দিতে পারেন?
স্বপ্ন দেখার ঔষুধ ।
অনেকদিন স্বপ্ন দেখি না,
আমি স্বপ্ন দেখতে চাই ।
রঙিন রঙিন স্বপ্ন ।

আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চাই,
আমি ভালবাসার স্বপ্ন দেখতে চাই ।
রঙিন রঙিন স্বপ্ন ।
আছে কোন ঔষুধ?
যেটা কাজ করবে টনিকের মত ।

দিন না কোন ঔষুধ ।
আমি স্বপ্ন দেখব।
সাদাকালো হলেও চলবে ।
তবুও আমি স্বপ্ন দেখতে চাই ।
অনেকদিন স্বপ্ন দেখিন।।
অনেকদিন.........।

Wednesday, November 27, 2013

তোমার পকেট এত খালি কেন ??


 
আমি বলছি না   আমাকে  টাকা ধার দিতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করুক,

মাসের শেষে কিছু টাকা ধার দেওয়ার জন্য ,
কষ্ট করে চলতে চলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না আমাকে টাকা ধার দিতেই হবে,
আমি চাই কেউ আমাকে খাওয়াতে নিয়ে যাক ।
আমি কাউকে চাইনিজ খাওয়াতে নিয়ে যেতে বলছি না ।
আমি জানি , এই girlfriend  যুগ
বন্ধুকে মুক্তি দিয়েছে treat  এর দায় থেকে
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক
হাজীর বিরিয়ানি খাব কিনা, মোস্তাকিমের কাবাব
লাগবে কিনা, খাওয়া শেষে এক গ্লাস লাচ্ছি লাগবে কিনা ।
চা সিগারেট এগুলো আমি নিজেই কিনতে পারি ।

আমি বলছি না   আমাকে  টাকা ধার দিতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করুক
মাসের শেষে কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক,
তোমার পকেট এত খালি কেনো?

Wednesday, November 13, 2013

জীবনটা এত ছোট ক্যান..........????



অনেক দিন আগে একটা পরিসংখ্যান দেখেছিলাম, একজন মানুষ তার ৬০ বছর জীবনে নাকি ২০ বছর ঘুমিয়ে কাটায় !!!!!
আরেকটা পরিসংখ্যানে দেখলাম মানুষ তার সারা জীবনে গড়ে ৭ বছর বাথরুমে ব্যয় করে.........
এরপর আরও একটাতে, ১ বছর আয়নার দিকে তাকিয়ে কাটায় ছেলেরা, মেয়েরা ২ বছর............
এতগুলা পরিংখ্যানের পর আমি নিজেই কয়েকটা পরিংখ্যান করে ফেললাম ।
একটু মিলায়ে দেখেনতো, (এটা আমার হিসাবে.....)
তিন বেলা খাওয়া ২ বছর
একটু টিভি দেখা (আমি দেখি ৩০-৪০ মিনিট সারাদিনে । বাকি সময়টা চলে অখাদ্য হিন্দি সিরিয়াল/ জীবন মানে - জি বাংলা ) প্রায় ১.২ বছর
এরপর আছে আড্ডা (আমি দিলে তো ৫-৬ ঘণ্টা সপ্তাহে ৩ দিন  ) প্রায় ৪ বছর.....
এরপর তো আছে মাঝে মাঝে উদাস হয়ে যাওয়া , আকামে বইসা থাকা,
জাইগা জাইগা স্বপ্ন দেখা, ১ বছর
এরপর আছে পড়ালেখা (যেটা আমার জন্য.... ইয়াক)
পড়ালেখা শেষ করে ৯টা-৫টা অফিস
প্রথম ১০ বছর তো কিছুই করি নাই.....
আর থাকে কয় বছর......????
এখনও কত কিছু দেখার বাকি, কত কিছু করার বাকি.........
জীবনটা এত ছোট ক্যান..........????

Thursday, September 12, 2013

জোছনা

আসবে ? আসবে তুমি ,
বসবে আমার পাশে ?
দুজনে জোছনা পোহাবো
খোলা আকাশের নিচে ।

Saturday, February 16, 2013

প্রথমা

এসেছে নতুন শিশু , তাকে ছেড়ে দিতে হবে স্থান......................