Wednesday, November 13, 2013

জীবনটা এত ছোট ক্যান..........????অনেক দিন আগে একটা পরিসংখ্যান দেখেছিলাম, একজন মানুষ তার ৬০ বছর জীবনে নাকি ২০ বছর ঘুমিয়ে কাটায় !!!!!
আরেকটা পরিসংখ্যানে দেখলাম মানুষ তার সারা জীবনে গড়ে ৭ বছর বাথরুমে ব্যয় করে.........
এরপর আরও একটাতে, ১ বছর আয়নার দিকে তাকিয়ে কাটায় ছেলেরা, মেয়েরা ২ বছর............
এতগুলা পরিংখ্যানের পর আমি নিজেই কয়েকটা পরিংখ্যান করে ফেললাম ।
একটু মিলায়ে দেখেনতো, (এটা আমার হিসাবে.....)
তিন বেলা খাওয়া ২ বছর
একটু টিভি দেখা (আমি দেখি ৩০-৪০ মিনিট সারাদিনে । বাকি সময়টা চলে অখাদ্য হিন্দি সিরিয়াল/ জীবন মানে - জি বাংলা ) প্রায় ১.২ বছর
এরপর আছে আড্ডা (আমি দিলে তো ৫-৬ ঘণ্টা সপ্তাহে ৩ দিন  ) প্রায় ৪ বছর.....
এরপর তো আছে মাঝে মাঝে উদাস হয়ে যাওয়া , আকামে বইসা থাকা,
জাইগা জাইগা স্বপ্ন দেখা, ১ বছর
এরপর আছে পড়ালেখা (যেটা আমার জন্য.... ইয়াক)
পড়ালেখা শেষ করে ৯টা-৫টা অফিস
প্রথম ১০ বছর তো কিছুই করি নাই.....
আর থাকে কয় বছর......????
এখনও কত কিছু দেখার বাকি, কত কিছু করার বাকি.........
জীবনটা এত ছোট ক্যান..........????

No comments:

Post a Comment