Saturday, February 24, 2018

রুবিক্স কিউব

জীবনটা পুরাই রুবিক্স কিউবের মত ।
 প্রথমে এটা সাজান থাকে,এরপর জীবনের প্রতিটা মুহূর্তে রঙ বদলাতে থাকে ।জটিল থেকে জটিলতর ।

যে যত বেশি লাফালাফি করে তার জীবন তত জটিল হতে থাকে । এরপর আবার সবাই জীবনটাকে সাজাতে থাকে নতুন করে ।
কেউ ধীরে ধীরে সাজায় , কেউ তারাতারি করতে গিয়ে আরো প্যাঁচে পড়ে ।

কেউ পুরোটা সাজিয়ে ফেলে , কেউ এক পাশ, কেউ দুই পাশ আর কেউ কেউ কখনই সাজাতে পারে না ।

এদের মধ্যে কেউ কেউ আবার এক পাশ সাজিয়ে ওই পাশটাই সবাইকে দেখায় । আর তাই দেখে অনেকেই মনে করে তার বুঝি পুরো জীবনটাই সাজানো..............................

Monday, February 19, 2018

ভালবাসা দিবস!!

টং দোকানে তিন বন্ধু আড্ডা দিতেছিলাম।
হঠাত আমার ডান পাশের জনের ফোন বাইজা উঠলো,
-হ্যালো জান,.......  না না.....  আচ্ছা তাহলে কালকে সকাল দশটায় তোমারে পিক করবো রেডি থাইকো... । 
আমি একটা দ্বীর্ঘশ্বাস ফেললাম।
একটু পর এবার বাম পাশের জনের ফোন বাজলো।
- হুম বলো.....  না না কালকে সকালে বাইর হইতে পারবো না কাজ আছে অফিসে ( আরেকজনের সাথে ডেটিং)  বিকালে অমুক জায়গায় দেখা করবো... ।
আমি একটা দ্বীর্ঘশ্বাস ফেললাম।
একটু পর আমার ফোন বাইজা উঠলো।
-ভাই, পরশু তো কেমিস্ট্রি এক্সাম আপনি কাল আসতে পারবেন?
-- হ আমি সারাদিন ফ্রি তাইলে বিকালে আসমু নে।
-না ভাই বিকালে একটু বিজি আছি সন্ধ্যার পর আইসেন।
আমি একটা দ্বীর্ঘশ্বাস ফেললাম।
শুভ পহেলা ফাল্গুন এবং
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
-১৩/০২/২০১৮

Saturday, June 13, 2015

আমার ভালবাসা ।

প্রিয়তমা, তোমার প্রতি আমার ভালবাসার মুল্য ছিল ২ টকার নোট এর মত।
কিন্তু অর্থমন্ত্রীর মত তুমি তার কোন মুল্যই দিলে না।
তুমি মুল্য দিলে তাকে,
কামরুল হাসান বেচে থাকলে যাকে নিয়ে চিত্রায়ন করতেন "২য় বিশ্ব বেহায়া "।
রাগ করো না প্রিয়তমা,
ওটা ছিল মিডিয়ার সৃষ্টি, আমার কথা নয়।

তারপরও হরতাল দিয়েছিলাম, বিক্ষোভ করেছিলাম আমাদের ভালবাসাকে পূর্নতা দানের জন্য।
বসতে চেয়েছিলাম গোলটেবিল বৈঠকে, আমাদের ভুল বুঝাবুঝিটুকু অবসান এর জন্য।
তুমি রাজি হলে না । উপরন্তু আমার টেলিফোন কেন লাল নয়, এ নিয়ে লাঠিচার্জ করলে, পেট্রলবোমা মারলে আমার হৃদয়ে যা এখন জ্বলছে যাত্রীবাহী বাসের মত।
প্রিয়তমা, আমি ভুল করেছিলাম আমজনতার মত তোমাকে নির্বাচন করে।
যদিও আমজনতার ভুলের মাশুল দিতে হয় ৫ বছরের জন্য....কিন্তু আমি...??
চিন্তা করো না প্রিয়তমা, আমার ভালবাসাকে এখন ঘিরে রেখেছে ইট বালু ভর্তি ট্রাক।
তালা মেরেছি হৃদয়ের দরজায়, ওটা আর কখনোই তোমার কাছে পৌছবে না।

Wednesday, December 11, 2013

দিন না কোন ঔষুধ ।

কেউ কি আমাকে কোন ঔষুধ দিতে পারেন?
স্বপ্ন দেখার ঔষুধ ।
অনেকদিন স্বপ্ন দেখি না,
আমি স্বপ্ন দেখতে চাই ।
রঙিন রঙিন স্বপ্ন ।

আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চাই,
আমি ভালবাসার স্বপ্ন দেখতে চাই ।
রঙিন রঙিন স্বপ্ন ।
আছে কোন ঔষুধ?
যেটা কাজ করবে টনিকের মত ।

দিন না কোন ঔষুধ ।
আমি স্বপ্ন দেখব।
সাদাকালো হলেও চলবে ।
তবুও আমি স্বপ্ন দেখতে চাই ।
অনেকদিন স্বপ্ন দেখিন।।
অনেকদিন.........।

Wednesday, November 27, 2013

তোমার পকেট এত খালি কেন ??


 
আমি বলছি না   আমাকে  টাকা ধার দিতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করুক,

মাসের শেষে কিছু টাকা ধার দেওয়ার জন্য ,
কষ্ট করে চলতে চলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না আমাকে টাকা ধার দিতেই হবে,
আমি চাই কেউ আমাকে খাওয়াতে নিয়ে যাক ।
আমি কাউকে চাইনিজ খাওয়াতে নিয়ে যেতে বলছি না ।
আমি জানি , এই girlfriend  যুগ
বন্ধুকে মুক্তি দিয়েছে treat  এর দায় থেকে
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক
হাজীর বিরিয়ানি খাব কিনা, মোস্তাকিমের কাবাব
লাগবে কিনা, খাওয়া শেষে এক গ্লাস লাচ্ছি লাগবে কিনা ।
চা সিগারেট এগুলো আমি নিজেই কিনতে পারি ।

আমি বলছি না   আমাকে  টাকা ধার দিতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করুক
মাসের শেষে কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক,
তোমার পকেট এত খালি কেনো?

Wednesday, November 13, 2013

জীবনটা এত ছোট ক্যান..........????



অনেক দিন আগে একটা পরিসংখ্যান দেখেছিলাম, একজন মানুষ তার ৬০ বছর জীবনে নাকি ২০ বছর ঘুমিয়ে কাটায় !!!!!
আরেকটা পরিসংখ্যানে দেখলাম মানুষ তার সারা জীবনে গড়ে ৭ বছর বাথরুমে ব্যয় করে.........
এরপর আরও একটাতে, ১ বছর আয়নার দিকে তাকিয়ে কাটায় ছেলেরা, মেয়েরা ২ বছর............
এতগুলা পরিংখ্যানের পর আমি নিজেই কয়েকটা পরিংখ্যান করে ফেললাম ।
একটু মিলায়ে দেখেনতো, (এটা আমার হিসাবে.....)
তিন বেলা খাওয়া ২ বছর
একটু টিভি দেখা (আমি দেখি ৩০-৪০ মিনিট সারাদিনে । বাকি সময়টা চলে অখাদ্য হিন্দি সিরিয়াল/ জীবন মানে - জি বাংলা ) প্রায় ১.২ বছর
এরপর আছে আড্ডা (আমি দিলে তো ৫-৬ ঘণ্টা সপ্তাহে ৩ দিন  ) প্রায় ৪ বছর.....
এরপর তো আছে মাঝে মাঝে উদাস হয়ে যাওয়া , আকামে বইসা থাকা,
জাইগা জাইগা স্বপ্ন দেখা, ১ বছর
এরপর আছে পড়ালেখা (যেটা আমার জন্য.... ইয়াক)
পড়ালেখা শেষ করে ৯টা-৫টা অফিস
প্রথম ১০ বছর তো কিছুই করি নাই.....
আর থাকে কয় বছর......????
এখনও কত কিছু দেখার বাকি, কত কিছু করার বাকি.........
জীবনটা এত ছোট ক্যান..........????

Thursday, September 12, 2013

জোছনা

আসবে ? আসবে তুমি ,
বসবে আমার পাশে ?
দুজনে জোছনা পোহাবো
খোলা আকাশের নিচে ।